প্রতিবেদক :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘উচ্চারনে শোক পঙক্তিমালা’ শিরোনামে বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে খুলনা বিভাগের কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠান উপভোগ করেন। তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান শুরু হয় যশোর কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের সমবেত আবৃত্তির মাধ্যমে। শিশু একাডেমির আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের সমবেত আবৃত্তির পর আবৃত্তি শিল্পীরা একে একে আবৃত্তি করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু আবৃত্তি এত হৃদয়গ্রাহী হয় তা আগে দেখিনি। তিনি আয়োজক ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, যশোরের সংস্কৃতিক মান যে উন্নত এ অনুষ্ঠান তার প্রমাণ।