Take a fresh look at your lifestyle.

যশোরে জানালা ভেঙে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

0

প্রতিবেদক :
যশোর এমএম কলেজের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবা (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিকের পাশে একটি ছাত্রাবাসের জানালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। সুদিপ্ত বিশ্বাস (২৬) নামের ঐ ছাত্র মাগুরা জেলা সদরের কুচিমারা গ্রামের সুজন বিশ্বাসের ছেলে। তিনি যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা জানালা ভেঙে ভেতরে ঢুকে রুমের ভেতর দরজার কাছে মৃত অবস্থায় সুদিপ্তকে পায়। রুমের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় ছিল। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। চিকিৎসক নিশ্চিত করেছেন হৃদরোগে আক্রান্ত হয় তার মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, দুইতলা ভবনের পুরোটাতেই ছাত্ররা থাকে। সকালে নিচের তলার একটি কক্ষে সুদিপ্ত নামের ছেলেটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, ঘটনার পর পিবিআই, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা হত্যা না আত্মহত্যা তার রহস্য উদঘাটনে কাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.