`বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের পক্ষে লড়াই করে গেছেন’
জাতীয় শোক দিবসের আলোচনা
প্রতিবেদক :
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালির নয়, সারাবিশ্বের নিপীড়ত-শোষিত মানুষের পক্ষে আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সাধারণ মানুষ ছিল তার সবসময় আপনজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমনিতেও বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। তিনিও জানেন কীভাবে মানুষকে আপন করে নিতে হয়। কীভাবে গরিব-দুঃখি মানুষের ভাগ্যে পরিবর্তন করতে হয়।
মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ষষ্ঠীতলাপাড়া এবং সদরের নওয়াপাড়া ইউনিয়নে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে শাহীন চাকলাদার এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি। সৌভাগ্য আমাদের বঙ্গবন্ধুর যোগ্য কন্যা সন্তান শেখ হাসিনাকে পেয়েছি। পিতার দর্শন, আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। তার বড় উদাহরণ স্বপ্নের পদ্মা সেতু তৈরি।
নওয়াপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাঈদ আল মাহমুদ, যুব ক্রীড়া সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু ও জেলা আওয়ামী লীগের সদস্য এহসানুর রহমান লিটু।