প্রেমবাগে শতাধিক নারীকে ফ্রি চিকিৎসা
প্রতিবেদক :
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার গুচ্ছগ্রামে এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের আয়োজন করেন। ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষক মাহবুব হোসেন। সেখানে শতাধিক মহিলা রোগী চিকিৎসা পেয়েছেন। এমন মহতি উদ্যোগের জন্য অসহায় মানুষ ডা. নিকুঞ্জ বিহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে তারা খুশি হয়েছেন।
ডা. নিকুঞ্জ বিহারী গোলদার জানান, গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমৃত্যু তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীর চিকিৎসাসেবা প্রদান করবেন। তিনি সকলের আশীর্বাদ কামনা করেছেন।
এদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শেষে বিকেলে ডা. নিকুঞ্জ বিহারী গোলদার একটি ফুটবল টুনামেন্ট উদ্বোধন করেন।
পরে তিনি মহাকাল রথখোলা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।