Take a fresh look at your lifestyle.

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ

0

বেনাপোল প্রতিনিধি :
ভারতের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দু’-দেশের সরকারি ছুটি থাকায় আজ সোমবার বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। এর ফলে দু’-দেশের সীমান্তে আমদানি-রফতানি পণ্য নিয়ে শত শত পণ্য ট্রাক আটকা পড়েছে। তবে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত কার্যক্রম স্বাভাবিক ছিল।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, সোমবার ভারতের স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রফতানি হয়নি। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, ১৫ আগস্ট সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত কার্যক্রম স্বাভাবিক ছিল।

 

 

Leave A Reply

Your email address will not be published.