Take a fresh look at your lifestyle.

যশোরে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির আলোচনাসভা

জাতীয় শোক দিবস

0

প্রতিবেদক :
জাতীয় শোক দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোর জেলা শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ আগস্ট) বিকেলে লোন অফিস পাড়াস্থ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা আন্তর্জাতিক আইন না মেনে শিশু নারীসহ নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর পরিবারকে। তিনি বিদেশে পালিয়ে থাকা হত্যাকারীদের দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করাসহ মূল ষড়যন্ত্রীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান।

সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। প্রারম্ভিক বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদ রহমান। আলোচনা করেন শহীদ কর্ণেল জামিল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদ গণী খাঁন রিমন, যশোর সদর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের শিক্ষক মোয়াজ্জেম হোসেন, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল ও সাবেক ছাত্র নেতা বদর উদ্দীন মিন্টু। সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক প্রণব দাস।

Leave A Reply

Your email address will not be published.