Take a fresh look at your lifestyle.

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন বক্তব্য দেয়া যুবক গ্রেফতার

0

মেহেরপুর প্রতিনিধি :
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবক আবু তালেব (৪২) গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের হাটপাড়া এলাকার হারুন অর রশিদ ওরফে হারুর ছেলে। সে সাবেক ছাত্রলীগ কর্মি। আদালতের মাধ্যমে আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যেমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গত শনিবার রাতে নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে আবু তালেব জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে অশালীন ভাষায় গালিগালাজ করে। যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতাকর্মী চরম ক্ষুব্ধ হয়। বিভিন্ন মাধ্যমে হুমকির মুখে আবু তালেব আত্মগোপনে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাত ১০টার দিকে গাংনী উপজেলার সহোগলপুর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই রাতেই আনিসুজ্জামান লুইস নামে এক যুবক বাদী হয়ে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা করে ওই যুবকের নামে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.