Take a fresh look at your lifestyle.

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

যশোরে পবিত্র আশুরার আলোচনা ও দোয়া মাহফিল

0

প্রতিবেদক :
আশুরার দিনটি ইসলামে গুরুত্বপূর্ণ। এ কারণে অন্যায়-অসত্যের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন বিশেষত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আর তা হলেই আশুরার শিক্ষা আমাদের জীবনে কাজে লাগবে।

পবিত্র আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার (৯ আগস্ট) যশোর জেলা কালেক্টরেটের অমিত্রাক্ষর সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশন যশোর আয়োজিত ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, সিনিয়র তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) এলিন সাঈদ-উর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.