Take a fresh look at your lifestyle.

শার্শায় অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

বঙ্গমাতার জন্মবার্ষিকী

0

প্রতিবেদক :
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গরিব অসহায় সুবিধাবঞ্চিত নারীদের মাঝে অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ কর হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (৮ আগস্ট) শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে আয়োজিত অনুষ্ঠিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, সমবায় কর্মকর্তা আক্কাস আলী, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.