প্রতিবেদক :
যশোরের অভয়নগরে কচুরিপানার ভেতর থেকে নাঈমা খাতুন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে ধলিয়ার বিলে মোসলেম উদ্দিনের পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল বিশ্বাসের মেয়ে নিহত নাঈমা খাতুন বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিবেশী আমজাদ নামে একব্যক্তি নাঈমাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরে গুম করার উদ্দেশ্যে পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভেতরে লাশ লুকিয়ে রাখে। পুলিশ বলছে, মৃত্যুর কারণ পরিষ্কার নয়, ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। আমজাদ (৪০) নামে একজন মৎস্য ঘের কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হয়েছে।
নিহত নাঈমার মা মর্জিনা বেগম বলেন, আমার মেয়ে প্রতিবেশী মৃত কোরেশ মোল্যার ছেলে মৎস্য ঘের কর্মচারী আমজাদকে বন্ধু বলে ডাকত। রবিবার বিকালে মেয়ে বন্ধু আমজাদের মৎস্য ঘেরে খেলা করতে যাচ্ছে বলে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসলে আমরা খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে আমজাদের কাছে নাঈমার খবর জানতে চাইলে সে বলে আমি কিছু জানি না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে আমজাদের মৎস্য ঘেরের পাশে মোসলেম উদ্দিনের ডোবার কচুরিপানার ভেতরে নাঈমার একটি হাত দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমার একমাত্র মেয়েকে প্রথমে ধর্ষণ করা হয়েছে। পরে খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে কচুরিপানার ভেতর লুকিয়ে রাখা হয়েছে। আমজাদকে রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। ও আমার মেয়েকে খুন করেছে।
অভয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন বলেন, আমার বাড়ি ঘটনাস্থলের পাশের গ্রামে। রাত দুটো পর্যন্ত আমি ঘটনাস্থলে ছিলাম। কচুরিপানার ভেতর থেকে নাঈমার লাশ উদ্ধারের পর আমার মনে হয়েছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে কচুরিপানার ভেতর লাশ লুকিয়ে রাখা হয়েছে। আমজাদ নামে একব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও লাশ গুমের অভিযোগ উঠেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
স্থানীয় পৌর কাউন্সিলর তানভির হোসেন তানু বলেন, নিহত নাঈমার বাবা মনিরুল রাজমিস্ত্রীর কাজ করেন। শিশু নাঈমা সাঁতার জানত। পানিতে ডুবে ওর মৃত্যু হয়নি। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। প্রকৃত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন. রবিবার রাতে প্রেমবাগ ইউনিয়নের ধলিয়ার বিলে কচুরিপানার ভেতর থেকে নাঈমা খাতুন নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ পরিষ্কার না হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। আমজাদ নামে কাউকে আটক করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমজাদ নামে একব্যক্তিকে থানায় তলব করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধিন রয়েছে।