জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাসদের মানববন্ধন
প্রতিবেদক :
যশোর জেলা জাসদের উদ্যোগে আজ সোমবার (৮ আগস্ট) বিকেলে নেতাজী সুভাষ চন্দ্র বসু রোডে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের দাম বাড়তে শুরু করেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মানুষ দিশেহারা হয়ে পড়বে।
জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু বলেন, সারের মূল্য বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্থ হবে। জনগণের খাদ্য নিরাপত্তা বিঘিœত হবে। দরিদ্র মানুষের মাঝে হাহাকার শুরু হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, আহসান উল্লাহ ময়না, জাসদ নেতা অ্যাডভোকেট আবুল কায়েস, শরীফ আহমেদ বাপি, মোস্তাফিজুর রহমান, আবুল বাসার মুকুল, মশিয়ার রহমান, মাস্টার নুর ইসলাম।