Take a fresh look at your lifestyle.

যশোরে যৌতুক মামলায় একজনের সাজা

0

প্রতিবেদক :
যশোরে যৌতুক মামলায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার (৫ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এ আদেশ দিয়েছেন। রবিউল ইসলাম ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, ২০২১ সালের ৪ আগস্ট আসামি রবিউল ইসলাম শার্শার কাশিপুর গ্রামের আরাফাত আলীর মেয়ে আনজুমান আরা লাকীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর আসামি রবিউল তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। ওই বছরের ২৬ অক্টোবর আসামি রবিউল তার স্ত্রীকে পিতার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে বলে। যৌতুকের দিতে অস্বীকার করায় রবিউল তার স্ত্রীকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। মীমাংসায় ব্যর্থ হয়ে চলতি বছরের ১৮ জানুয়ারি আনজুমান আরা লাকী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এ মামলার রায়ে আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম পলাতক রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.