Take a fresh look at your lifestyle.

যশোরে মাদক মামলার আসামিকে প্রবেশনে মুক্তি

0

প্রতিবেদক :
যশোরে মাদক মামলায় শাকিব বিশ্বাস নামে একব্যক্তিকে এক বছর কারাদণ্ড দিয়ে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। আজ রোববার (৫ আগস্ট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এ আদেশ দিয়েছেন। আসামি শাকিব বিশ্বাস যশোর সদরের পাঁচবাড়িয়া গ্রামের বাচ্চু বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি কোতয়ালি থানা পুলিশ সদরের যোগীপাড়া রাস্তার উপর থেকে সন্দেহজনকভাবে শাকিবকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াব ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ইছালী ক্যাম্পের এএসআই গোলাম রসুল মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার বিচার চলাকালে আসামি শাকিব দোষ স্বীকার করে আদালতে আবেদন করেন। বিচারক এ আবেদন মঞ্জুর করে আসামি শাকিবকে এক বছর কারাদণ্ড দিয়ে শর্ত সাপেক্ষে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.