Take a fresh look at your lifestyle.

শিল্পী সমিতির পরিচয়পত্রে ‘সাধারণ সম্পাদক’ নিপুণ!

0

সংবাদকক্ষ :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর ফল নিয়ে চলতি মেয়াদে বহু আলোচনা ও সমালোচনা হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন জায়েদ-নিপুণ। যদিও আদালত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

তবে বিষয়টি অনেকটা আড়ালে চলে যায়। কিন্তু সম্প্রতি সমিতির সদস্যদের কার্ড দেওয়া নিয়ে নতুন করে ‘পুরনো কাসুন্দি ঘাঁটা’র মতো অবস্থা তৈরি হয়েছে। সমিতির মাসিক সভায় সদস্যদের যে পরিচয়পত্র প্রদান করা হয়েছে, সেখানে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেছেন। পরিচয়পত্রও বিতরণ করতে দেখা গেছে এই চিত্রনায়িকাকে। সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের স্বাক্ষর করা একাধিক পরিচয়পত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সংগঠনটির সভাপতি বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। নিপুণকেও ফোন করে পাওয়া যায়নি।

উল্লেখ্য নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন জায়েদ খান। এই নিয়ে আদালত অবমাননার মামলাও করেন এই নায়ক।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.