Take a fresh look at your lifestyle.

ইতিহাসের পরতে পরতে লেখা আছে শেখ কামালের নাম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0

মেহেরপুর প্রতিনিধি :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধ, ক্রীড়া সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামালের অবদান অনস্বীকার্য। শেখ কামাল বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযুদ্ধে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা ইতিহাসের পরতে পরতে লেখা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র এই শেখ কামাল ছিলেন অতি সাহসি যুবক। ১৯৪৯ সালের এইদিনে তিনি টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার বিপক্ষ শক্তির গুলিতে পরিবারের সদস্যদের সাথে শেখ কামালকেও গুলি করে হত্যা করা হয়।

আজ শুক্রবার (৫ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভেকেট ইয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য।

এরআগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এরপর জেল প্রশাসন ও জেলাবাসির পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, পৌরসবাসির পক্ষে মেয়র মাহফুজুর রহমান রিটন, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

আলোচনাসভার পর প্রতিমন্ত্রী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.