Take a fresh look at your lifestyle.

সেই নূর হোসেনের অস্ত্র মামলায় যাবজ্জীবন

0

সংবাদকক্ষ :

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি নূর হোসেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে এই অস্ত্র আইনে মামলা দায়ের করেছিল। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

Leave A Reply

Your email address will not be published.