Take a fresh look at your lifestyle.

যশোরে ভাবী ও ভাইপোকে চেতনানাশক দিয়ে টাকা লুটের চেষ্টা

0

প্রতিবেদক :
যশোরে ভাবী ও ভাইপোকে কোল্ড ড্রিংসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে টাকা লুট করার চেষ্টার অপরাধে ছোটভাইয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে বড়ভাই। বড়ভাই শহরের কাজীপাড়া আবু তালেব সড়কের আব্দুর রহমানের ছেলে সুমন্ত রহমান। আসামি তার ছোটভাই রাজন্ত রহমান রাজন। এ ঘটনায় ছোটভাইকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটকের পর রাজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলায় বড় ভাই সুমন্ত উল্লেখ করেছেন, তিনি জেলার বাইরে চাকরি করেন। মাঝেমধ্যে বাড়িতে যান। তার স্ত্রী, সন্তান ও ভাই একই বাড়িতে থাকেন। তার গচ্ছিত টাকা তার স্ত্রীর কাছে থাকে। বিষয়টি ছোটভাই জানতে পারে তা লুট করার ষড়যন্ত্র শুরু করে। নানারকম হয়রানি ও ভয়ভীতি দেখাতে থাকেন। সর্বশেষ গত ১ অক্টোবর রাতে ছোটভাই রাজন কোল্ড ড্রিংস মোজোর মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে এনে ভাবীকে খেতে দেয়। ভাবী তা না খেয়ে রেখে দেয়। পরে ওই মোজো তার ছেলে আবরার (৩) খায়। খাওয়ার পর পরই অসুস্থ হয়ে পরে আবরার। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে বলে জানায়। পরে বাদী বুধবার এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ বাড়ি থেকে রাজনকে আটক করে আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave A Reply

Your email address will not be published.