Take a fresh look at your lifestyle.

যশোরে পুলিশ সদস্যের বিরুদ্ধে যৌতুক মামলা

0

প্রতিবেদক :
যশোরে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ছয়লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। পুলিশ সদস্য শাহিন চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী অন্তরা খাতুন আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) তিনজনের বিরুদ্ধে আদালতে এ মামলা করেছেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পুলিশ সদস্য শাহিন ও তার পিতা ওয়ারুজ আলীর বিরুদ্ধে নোটিশ ইস্যুর আদেশ দিয়েছেন। বাদী অন্তরা খাতুন সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

তিনি মামলায় উল্লেখ করেন, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর একলাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে অন্তরাকে বিয়ে করেন শাহিন। দাম্পত্যজীবনে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের সময় অন্তরার পিতার কাছে যৌতুক হিসেবে ছয় লাখ টাকা দাবি করেন শাহিন। বিয়ের পর থেকেই ওই টাকার জন্য অন্তরার উপর চাপ সৃষ্টি করে আসছিলেন শাহিন। টাকা দিতে রাজি না হওয়ায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার চাড়ালী গ্রামের আরেক নারী পুলিশ সদস্যকে গোপনে বিয়ে করেন। পরে শাহিনের কাছে বিষয়টি জানতে চান অন্তরা। এতে ক্ষিপ্ত হয়ে মারপিটের পর গত ১২ এপ্রিল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর থেকে অন্তরা এবং মেয়ের কোনো খোঁজখবর নেননি শাহিন। গত ১১ জুলাই বিকেল ৪টার দিকে শাহিন ও তার পিতা ওয়ারুজ আলী শাহিনের বাড়িতে যান। তারা জানান, যৌতুকের ছয় লাখ টাকা ছাড়া অন্তরাকে নিয়ে আর সংসার করবেনা । বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.