যশোরে জুটমিল শ্রমিক শহীদ হত্যা মামলার আসামির আত্মসমর্পণ
প্রতিবেদক :
যশোর উপশহরের জুটমিল শ্রমিক শহীদ কাজী হত্যা মামলার আসামি সাগর আদালতে আত্মসমর্পণ করেছে। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি সাগর উপশহর সারথী মিল এলাকার মৃত মোহাম্মদ আলীল ছেলে।
২০১৯ সালের ২০ মে দুপুরে আফনান জুট মিলের পাশে শ্রমিক সরদার শহীদকে দৃর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে চারজনসহ অপরিচিত ২-৩ জনকে আসামি কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় চার্জশিট দেয়। চার্জশিটে সাগরের নাম আসে। সাগর দীর্ঘদিন পলাতক থেকে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। নিহত শহীদ কাজী মাগুরা জেলার হাজরা গ্রামের লোকমান কাজীর ছেলে।