যশোরে ছেলের বিরুদ্ধে পিতার মামলা
প্রতিবেদক :
মারপিট, ভাংচুর ও চুরির অভিযোগ এনে যশোর আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক পিতা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আহমেদ শুভ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) চৌগাছার সিংহঝুলি গ্রামের মশিয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। আসামি তার ছেলে বুলবুল আহম্মেদ।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি বুলবুল ভবঘুরে ও নেশাগ্রস্থ। পরিবারের কারও খোঁজখবর নেয়না। মশিয়ার রহমান ছেলের ভবিষ্যতের কথা ভেবে সর্বস্ব বিক্রি করে বিদেশে পাঠিয়েছিলেন বুলবুলকে। কয়েকদিনের মাথায় সে দেশে ফিরে আসে। গোপনে দ্বিতীয় বিয়ে করে এবং মাদক সেবন অব্যাহত রাখে। এরমধ্যে বুলবুল তিন লাখ টাকা দাবি করে সংসারে চরম অশান্তি শুরু করে। গত ৩ আগস্ট দুপুরে বুলবুল বাড়িতে এসে তার পিতার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বুলবুল তার পিতাকে মারপিট ও ঘরের আসবাবপত্র ভাংচুর এবং ঘরে থাকা ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।