Take a fresh look at your lifestyle.

ঝিকরগাছা পৌরসভার নকশাকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছা পৌরসভার নকশাকার মিজানুর রহমানের (৪৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তিনি পৌরসভার সার্ভেয়ারের দায়িত্ব পালন করতেন। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তার ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। নিহত মিজানুর মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন ছিলেন।

মৃত মিজানুর রহমানের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামে। তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ পড়ে মিজানুর পাশের ঘরে যান। কিছুক্ষণ পরে দুই মেয়ে তার বাবাকে ডাকতে তার রুমে যায়। দরজা বন্ধ থাকায় বারবার ডেকেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর বারান্দার জানালা দিয়ে দেখা যায় তিনি গলায় রশি দিয়ে ঝুলে আছেন।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করেছে। মৃত মিজানুর মানসিক রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নিশ্চিত হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.