Take a fresh look at your lifestyle.

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

0

প্রতিবেদক :

যশোরে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃতরা হলেন, ওই গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে তৌহিদুর রহমান (৪৫) ও তার ছোট ভাই রুহুল আমীন (৪০)।

মৃতের চাচা রেজাউল ইসলাম সুইট জানান, বুধবার বিকেলে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিল। এসময় অসাবধানতাবশত তিনি মেশিনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থা দেখতে পেয়ে ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে ডা. শুভাশিষ রায় দু’জনকে মৃত ঘোষণা করেন।

এসময় তাদের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। চিকিৎসক শুভাশিষ রায় জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.